ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ১৩ মে ২০২৪

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতিতে একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে কমপেক্ষ ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত বাসযাত্রী রাজবাড়ী জেলা শহরের বড়লক্ষিপুর গ্রামের মোঃ আব্দুল খালেক জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল। পথে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কল্যাণপুর এলাকায় পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যান। ফরিদপুর থেকে রেকার এনে বাসটি উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি