ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ওমর গণি এমইএস কলেজে বসন্ত উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রামের ওমর গণি এম.ই.এস কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ফাগুন উৎসব। কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিংবডির সম্মানিত সদস্য শিক্ষাবিদ লেখক অধ্যক্ষ ড.আনোয়ারা আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী,গভর্নিং বডির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোহাম্মদ আলী।

অধ্যাপক ববি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমীন ,অধ্যাপক আয়েশা বেগম,অধ্যাপক শাহানা ইয়াসমিন , শিক্ষার্থীদের পক্ষে সাংস্কৃতিক অঙ্গনের সাধারন সম্পাদক ফাতেমা আক্তার।

প্রধান অতিথি ড. আনোয়ারা আলম তাঁর বক্তব্যে বলেন, 'সংস্কৃতি চর্চাই এক মাত্র মাধ্যম যার মাধ্যমে একটি দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা হয়। পহেলা ফাগুন উৎসব আমাদের ষড়ঋতুর দেশের ঋতু বৈচিত্র্যের প্রজন্মের পরিচায়ক। আর বিশেষ করে শিক্ষাঙ্গনে এমন উৎসব শিক্ষার্থীদের সুস্থ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে সুন্দর প্রজন্ম তৈরিতে সহায়ক ভুমিকা রাখে।

সভাপতি অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম তাঁর বক্তব্যে , 'ঋতুরাজ বসন্তের প্রথম দিন। দেশের ছয় ঋতুর মধ্যে বসন্ত ঋতুরাজ। তরণ প্রজন্মের জন্য বলতে চাই- প্রকৃতি আমাদের আসল জায়গা। আমাদের যে অর্জন তার সবকিছুই প্রকৃতির কাছ থেকে। আসুন আমরা নিজেদের প্রকৃতির মধ্যে বিলিয়ে দিই।' 

দ্বিতীয় পর্বে কলেজের সাংস্কৃতিক সংগঠন ওমরগণি এম.ই.এস. কলেজ সাংস্কৃতিক অঙ্গনের সভাপতি শেখ মোঃ শরীফুল আলম সৌরভ এর সঞ্চালনায় অধ্যাপক নন্দিতা বড়ুয়ার তত্বাবধানে সংগঠনের সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

সঞ্চালক শেখ সৌরভের রোমাঞ্চকর কথার ছন্দে, সংগঠনের সংগীত শিল্পী জয়, মাহফুজ, তিলক ও তাদের দলের গানে গানে, শ্রাবণ্য, ফারহানা, শারমিন, বর্ষা, আতকিয়া, স্মৃতিদের নৃত্যের তালে, ফাতেমা ও তার যন্ত্রীরাদের আবৃত্তি ভাব-বিনিময়ে শিল্পীরা উৎসবকে মাতিয়ে তোলেন। এ ছাড়াও অনুষ্ঠানকে চমকপ্রদ করে তুলতে ইসরাত, তামিম, হাবিব, জিন্নাত, শ্রাবণ্য, শর্মিলা, মাহফুজ, জয়, তিলক জয়ন্ত, বর্ষা, শারমিন, সালেহ্, ফয়সাল, জিসান, আতকিয়া, আজিজ, ইমরান, ফারজানা, ফারহানা, নজরুল,স্মৃতি, অর্পা, রিফাত,আরাফাত, সাফরিন, রিনভি,সাইফা, সাইবা, ইমন, অরিত্রী, সাজন, ফাহমিদা, স্বপ্নীল, মুনজারিন, সাগর, ফাহাদ, দীপা, মুগ্ধ, হাসান, রূপা, খুশবু, নুসরাত মিম সহ প্রমুখ দলীয় পরিবেশনা সহ বিভিন্ন সাজসজ্জার কাজ করেছেন, সাউন্ড সিস্টেম পরিচারনায় ছিলেন রিফাত সাইফুল্লাহ্ ও ছবি তুলেছেন ইফতেখার তুহিন।

নারীদের পরনে ছিল হলুদ শাড়ি। খোঁপায় ছিল গোলাপ ও গাঁদা ফুলের মালা। ছেলেরাও সেজে ছিলো হলুদ পাঞ্জাবিতে। যেন ঋতুরাজ বসন্ত তার সকল রঙে ধরা দিয়েছে ওমর গণি এম.ই.এস. কলেজ প্রাঙ্গণে। শেষ পর্বে নৃত্য শিল্পী শারমিন সুলতানা শ্রাবণ্যের পরিচালনায় শিক্ষার্থীদের ফ্ল্যাশ মবে বাঙলার ঐতিহ্যবাহী গানের সাথে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি হয় কলেজের ফাগুন উৎসবের।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি