ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওমরাহ শেষে দেশে ফিরেছেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা খেলোয়াড়  ও অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে ফরচুন বরিশাল।

পবিত্র ওমরাহ পালন শেষে আজ সোমবার দেশে ফিরেছেন সাকিব। গত ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে ওমরাহ পালন করতে যান সাকিব। এতে পরবর্তী ম্যাচে তার না খেলার সম্ভাবনা তৈরি হয়েছিলো। অবশ্য আগামীকালের ম্যাচে সাকিবের খেলার বিষয়টি আগেই  নিশ্চিত করেছিল বরিশাল।

প্রত্যাশানুযায়ী, আজ সোমবার দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বরিশাল। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। ১০ ম্যাচে ১৪ করে পয়েন্ট থাকলেও নেট রান রেট বিবেচনায় সাকিবের বরিশালের চেয়ে পিছিয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

তাই বিপিএলের গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুইয়ে থাকতে প্রতিটি দলের জন্য শেষ কয়েকটি ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি