ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ওমানকে উড়িয়ে বাংলাদেশের বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ১ নভেম্বর ২০২৪

হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ওমানের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন। বল পেলেই সেগুলোকে অনায়াসে সীমানাছাড়া করেছেন বাংলাদেশের এই দুই ব্যাটার। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের দল।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান। ফলে ৩৪ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

ভয়ডরহীন ক্রিকেটের অন্য নাম যেন জিসান আলম। বহুদিন বাদে ফিরেছে হংকং সিক্সেস। আর সেই ফেরাটা হল এক রাশ সেকেলে ঝড় নিয়েই। বাংলাদেশের হয়ে ঝড়টা তুলে গেলেন জিসান আলম। ভিন্ন ঘরানার এই ফরম্যাটে জিসান ১২ বল খেলে করেন ৫৫ রান।

ওপেনিংয়ে কতটা ঝড় তুলেছেন জিসান তা তার ইনিংস দেখেই বোঝা যায়। ওমানের বিপক্ষে সাড়ে চারশর ওপর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। নিজেদের উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে কার্যত কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশ।

কারণ নিয়ম অনুসারে ৫০ রান করতে পারলে ব্যাটারকে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতে হয় সাজঘরে। নিজের ইনিংসের ১২তম বলে ছক্কা হাঁকিয়ে ৫৫ রানে পৌঁছান জিসান।

২.২ ওভারে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলে বাংলাদেশ দল। এর মধ্যে একটা জিসান আলমই করেন ৫৫ রান। জিসানের বানিয়ে দেয়া মঞ্চে বাকি কাজটা করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনিও ১২ বল খেলে ওই ৫৫ রানই করেন। শেষ বলে হাঁকান ছক্কা। স্ট্রাইক রেট জিসানের মতই ৪৫৮.৫৫!

জবাব দিতে নেমে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান। বল হাতেও এদিন সফল ছিলেন তরুণ জিসান। দলের হয়ে ২টি উইকেট নেন তিনি। তাছাড়া সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার একটি করে উইকেট শিকার করেছেন।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি