ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ওমানকে ১০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

প্রকাশিত : ২০:১৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৩৬, ২৮ মার্চ ২০১৭

অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ওমানকে ১০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক যুবারা। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত একতরফা ম্যাচের প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে মহসিন ও আশরাফুল করেছেন ৩টি করে গোল। আর রাব্বির স্টিক থেকে আসে দুইটি গোল। অন্য দুইটি গোল করেন মাহবুব ও আরশাদ। বৃহস্পতিবার সেমিফাইনালে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছিল ৫-৪ গোলে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি