ওমানের সঙ্গে সামুদ্রিক অংশীদারিত্ব বাড়াতে মাস্কাটে ভারতের রণতরী
প্রকাশিত : ২২:৩২, ১ আগস্ট ২০২৩
রয়্যাল ওমান নৌবাহিনীর সঙ্গে ভারতের নৌবাহিনী সামুদ্রিক অংশীদারিত্ব বাড়াতে চায়। আর এই জন্য ভারতের নিজস্ব তৈরি আইএনএস বিশাখাপত্তনম রণতরী রোববার ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছে। ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, এই অঞ্চলে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশ দুটির নৌবাহিনী একসঙ্গে কাজ করছে এবং যুদ্ধজাহাজটি ওয়েস্টার্ন নেভাল কমান্ড ফ্লিটের অংশ।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, ভারতের কৌশলগত অংশীদার ওমান এবং দেশটি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), আরব লীগ এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) ফোরামের একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী। ভূগোল, ইতিহাস ও সংস্কৃতির ক্ষেত্রে দেশ দুটি গভীর সম্পর্কযুক্ত এবং উভয়ে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উপভোগ করে। যদিও পাঁচ হাজার বছর আগে থেকেই ভারত এবং ওমানের জনগণের মধ্যে যোগাযোগের ইতিহাস খুঁজে পাওয়া যায়, কিন্তু দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল ১৯৫৫ সালে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ১৯৫৫ সালে স্থাপিত সেই সম্পর্ক ২০০৮ সালে কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছিল।
প্রসঙ্গত, রণতরী আইএনএস বিশাখাপত্তন পি১৫বি শ্রেণির একটি মিসাইল স্টিলথ গাইডেড ডেস্ট্রয়ার। ২০২১ সালের ২১ নভেম্বর এটি চালু হয়। এই যুদ্ধ জাহাজটিকে ভারতের জাহাজ নির্মাণ সক্ষমতার পরিপক্কতা এবং ‘আত্মনির্ভর ভারত’ প্রতিষ্ঠার দিকে 'মেক-ইন-ইন্ডিয়া' উদ্যোগের প্রতীক ধরা হয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস
কেআই/
আরও পড়ুন