ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ওরিগির গোলে লিভারপুলের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ৩ ডিসেম্বর ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে শিরোপা প্রত্যাশী লিভারপুল। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ডিভক ওরিগি হেডে গোল করে স্বস্তি এনে দেন লিভারপুল শিবিরে।

রোববার নিজেদের মাঠ অ্যানফিল্ডে ১-০ গোলে জেতে। নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের ১৩তম মিনিটে সালাহর পাসে সাদিও মানের শট বার ঘেষে বাইরে যায়। এরপর ২১তম মিনিটে আন্দ্রে গোমেজের হেড দক্ষতার সঙ্গে ফেরান গোলরক্ষক আলিসন।

বিরতে থেকে ফিরে ম্যাচের ৮৮তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের কর্নারে ফন ডিক ফ্লিক করার পর বেলজিয়ামের ফরোয়ার্ড ভিভক ওরিগির শট পোস্টে লেগে ফেরে।

অবশেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জয়সূচক গোল পায় লিভারপুল। কাছ থেকে হেডে লক্ষ্যভেদ করেন ওরিগি। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এ জয়ে ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে লিভারপুল আর সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। 

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি