ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ওসমানীতে বিমানে ৩০ স্বর্ণের বার জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২৩ জুলাই ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ৩০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। জব্দ করা সোনার ওজন সাড়ে ৩ কেজি।

এ তথ্য নিশ্চিত করে সিলেট শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী কমিশনার (এসি) প্রভাত কুমার সিংহ গণমাধ্যমকে জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০১২৮ ফ্লাইটটি রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল বিমানটিতে তল্লাশি চালায়। এ সময় ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

উদ্ধার সোনার বারগুলোর মোট ওজন সাড়ে তিন কেজি; দাম প্রায় পৌনে দুই কোটি টাকা বলে প্রভাত কুমার সিংহ জানান।

//এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি