ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ওসি মোয়াজ্জেম শিগগিরই গ্রেফতার হবে: কাদের

প্রকাশিত : ১৪:২৪, ১০ জুন ২০১৯ | আপডেট: ১৪:২৭, ১০ জুন ২০১৯

নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ফেনীর সোনাগাজী থানার তৎকালীন  ওসি মোয়াজ্জেম হোসেনকে শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, (ওসি মোয়াজ্জেম) ধরতে অভিযান অব্যাহত রয়েছে, হয়তো শিগগিরই শুনতে পারবেন যে ধরা পড়েছে।’

‘সরকারের কোনো গাফিলতি, কোনো দুর্বলতা নেই। সরকার প্রধান অত্যন্ত কঠোর অবস্থানে এবং সে কারণে কারও এখানে শৈথিল্য দেখানোর অবকাশ নেই। এবারের ঈদযাত্র স্বস্তির ছিলো জানিয়ে তিনি বলেন, সড়কে পরিবহনে শৃঙ্খলা সংকট আছে, চালক এবং পথচারী উভয়ের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

তিনি আরো বলেন, পরিবহন খাতে সরকার জিম্মি না। মহাসড়কে ইজিবাইক, নসিমন বন্ধে সরকার বিকল্প ভাবছে বলেও মন্তব্য করেন কাদের। তবে অরাজকতা বন্ধে জনমত গড়ে তোলা জরুরি।

বিএনপির শপথ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শপথ নিয়ে সংসদকে অবৈধ বলা বিএনপির স্ববিরোধীতা। তারা মুখে একথা বলেন,কাজে অন্যটি করেন।

 

টিআর/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি