ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ওস্তাদ আজিজুল ইসলামের একক ডিভিডির মোড়ক উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ৮ এপ্রিল ২০১৭

বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরে মোড়ক অনুষ্ঠানে মোড়ক উপস্থিত ছিলেন, মিডিয়া-ব্যক্তিত্ব ম. হামিদ ও নাট্যব্যক্তিত্ব মামুনূর রশিদসহ আরো অনেকে। এ’সময় তারা বলেন, ওস্তাদ আজিজুল ইসলাম অর্ধশতাব্দী ধরে শুদ্ধ সংগীতের সাধনায় নিমগ্ন। প্রতিযোগিতার জন্য নয়, বরং সংগীতকে ভালোবেসেই জীবন সমর্পণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিমান এ বংশীবাদক। মোড়ক উন্মোচন শেষে বাঁশির সুরে শ্রোতাদের মোহিত করেন ওস্তাদ আজিজুল ইসলাম।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি