ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ওয়াংখেড়ে ১২ বছর পর মুম্বাইকে হারালো কেকেআর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ৪ মে ২০২৪

আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১২ বছর পর মুম্বাইকে হারালো কোলকাতা নাইট রাইডার্স। রোহিতদের বিপক্ষে ২৪ রানের জয়ে প্লে-অফের আরও কাছে শ্রেয়াশ আইয়ারের দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিলো না কোলকাতারের। পাওয়ার প্লেতেই হারায় ৪ উইকেট। এদিন হাসেনি নারাইন, রিঙ্কু, রাসেলদের ব্যাট।

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যান ভেঙ্কটেশ আইয়ার ও মনিশ পান্ডে। তাদের ৮৩ রানের জুটিতে ভর করে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় কোলকাতা। 

জবাবে স্টার্ক-নারাইনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঘরের মাঠেও এই রান টপকাতে পারেনি মুম্বাই। টিম ডেভিড আর সূর্যকুমার যাদব ছাড়া দাঁড়াতে পারেনি কেউই। 

৭ বল বাকি থাকতেই অল-আউট হয় মুম্বাই। সর্বোচ্চ ৫৬ রান আসে সূর্যকুমারের ব্যাট থেকে। 

৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন মিচেল স্টার্ক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি