ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা নবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৮ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৫:১৫, ৮ নভেম্বর ২০২৪

রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজরা এখন আলো কাড়লেও আফগানিস্তান ক্রিকেটের প্রথম তারকা মোহাম্মদ নবী। ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে তার অভিষেক হয়। এরপর থেকে দেশের ক্রিকেটের অনেক উত্থান–পতনের সাক্ষী হয়েছেন তিনি। একই সঙ্গে নিজেকে নিয়ে গিয়েছেন কিংবদন্তির পর্যায়ে। যার হাত ধরেই ক্রিকেটে আফগানদের উঠে আসার গল্প সেই নবী এবার ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০১৯ সালে মাত্র তিন টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলেন তিনি।

আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্ট চলার সময় নবীর বয়স পেরিয়ে যাবে ৪০। আসন্ন এ আইসিসি ইভেন্ট দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন নবী।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) একটি ভিডিও প্রকাশ করেছে যাতে নবী নিজেই জানিয়েছেন অবসরের কথা। পরে ক্রিকবাজে প্রকাশিত এক প্রতিবেদনেও বিষয়টি জানিয়েছেন এসিবির প্রধান নির্বাহী নসিব খান।

আফগানিস্তানের জার্সিতে ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে নবী খেলেছেন ১৬৫ ম্যাচ, ৩৫৪৯ রান করার পাশপাশি বল হাতে নিয়েছেন ১৭১ উইকেট। একদিনের ক্রিকেটে আফগানিস্তানের হয়ে সবথেকে বেশি রান সংগ্রাহকের তালিকায় নবী আছেন দুইয়ে, সবথেকে বেশি উইকেট শিকারি বোলারদের তালিকাতেও তিনি দুইয়ে আছেন।

নাসিব বলেন, হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মোহাম্মদ নবী আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন। বোর্ডকে তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কয়েক মাস আগেই তিনি আমাকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। আমরা তাকে শুভকামনা জানিয়েছি।

২০১৯ সালে মাত্র তিন টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলেন নবী। তার শেষ টেস্ট ছিল বাংলাদেশের বিপক্ষে, চট্টগ্রামে সেই ম্যাচে জয় পেয়েছিল আফগানিস্তান। তবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার পরিকল্পনা নবীর।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি