ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ওয়ানডে র‌্যাংকিংয়ে উপরে ওঠার সুযোগ টাইগারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ওয়ানডে র‌্যাংকিংয়ে বেশ অনেক দিন ধরেই সাত নম্বরে থিতু হয়ে আছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে র‌্যাংকিংয়ে উপরে ওঠার সুযোগ টাইগাদের সামনে।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে সাত থেকে আটে নেমে গিয়েছিল টাইগাররা। যদিও এক দিনের ব্যবধানে ভারতকে হারিয়ে আবারও সাতে চলে এসেছে লাল সবুজের জার্সিধারীরা। 

এবার  নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ। আর যদি ২-১ এ জিতে তাহলে র‌্যাংকিংয়ের কোন পরিবর্তন হবে না। 

কিন্তু ৩-০ তে হেরে গেলে বাংলাদেশ নেমে যাবে আটে আর শ্রীলঙ্কা উঠে যাবে সাতে। 

আগামী ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিবারাত্রির সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি