ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ০৮:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

শনিবার মধ্যরাতে বাংলাদেশে এসে পৌঁছে রাকি ফার্গুসেনের দল। অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর ত্যাগ করেন তারা। 

অবশ্য প্রথম বহরে পুরো নিউজিল্যান্ড দল আসেনি। এই বহরে এসেছেন একাংশ। বাকি খেলোয়াড়রা আসবেন আজ রোববার বিকালে। 

আসন্ন সিরিজে নিউজিল্যান্ড দলের অনেক তারাকা খেলোয়াড়ই থাকছেন বিশ্রামে। ভারত বিশ্বকাপকে সামনে রেখে কোন ঝুঁকি নিতে চায়নি নিউজিল্যান্ড বোর্ড। যে কারণে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বাইরে রেখে বাংলাদেশ সিরিজের জন্য দল গঠন করা হয়েছে।   

এদিকে, বাংলাদেশ দলেও এসেছে পরিবর্তন। বিশ্বকাপ সামনে রেখে অনেক সিনিয়র খেলোয়াড়কে বিশ্রামে রেখে দল ঘোষণা করেছে বিসিবি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি