ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ওয়ার্নের মৃত্যুতে শোকার্ত বান্ধবীর আবেগঘন পোস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ৮ মার্চ ২০২২

প্রয়াত ওয়ার্নের সঙ্গে এলিজাবেথ হার্লি

প্রয়াত ওয়ার্নের সঙ্গে এলিজাবেথ হার্লি

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুতে বিশ্বের অনেকের মতই শোকাহত তার বান্ধবী জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী এলিজাবেথ হার্লিও। তাইতো প্রিয় মানুষের অন্তর্ধানে শোকার্ত হার্লি সামাজিক মাধ্যমে দিয়েছেন আবেগঘন পোস্ট।

দীর্ঘদিন ওয়ার্নের বান্ধবী ছিলেন হলিউড অভিনেত্রী এলিজাবেথ হার্লি। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত একই ছাদের নিচে কাটিয়েছেন দুজন। অবশ্য এর পরেই ছাড়াছাড়ি হয় তাদের। 

ছাড়াছাড়ি হলেও, মাত্র ৫২ বছর বয়সে ওয়ার্নের মৃত্যুতে শোকার্ত হয়ে পড়েছেন ৫৬ বছর বয়সী এই অভিনেত্রী।

নিজের টুইটার এবং ইনস্টাগ্রামে ওয়ার্নের সাথে নিজের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন হার্লি।

ছবিগুলোর ক্যাপশনও দিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী। হার্লি লিখেছেন, ‘আমার মনে হচ্ছে সূর্যটা মেঘের আড়ালে চিরদিনের জন্য হারিয়ে গেছে। শ্রদ্ধা তোমার প্রতি, আমার ভালোবাসার সিংহ হৃদয়।’

হার্লির সঙ্গে সর্ম্পকের সময় তার ছেলে ডেমিয়েন হার্লির সংর্স্পশেও আসেন শেন ওয়ার্ন। তখন ডেমিয়েনের বয়স ছিল ৯ বছর। তাইতো ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে ভুল করেননি বর্তমানে ১৯ বছরে পা রাখা ডেমিয়েন।

হার্লি ও ওয়ার্নের সঙ্গে ৯ বছরের ডেমিয়েন

ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি এখনও এটা বোঝার চেষ্টা করছি। আমার বেড়ে ওঠার বয়সটাতে আমি তাকে পিতৃসুলভ ভূমিকায় পেয়েছিলাম। সত্যি বলতে, আমার পরিচিত সেরা পুরুষদের মধ্যে একজন ছিলেন ওয়ার্ন। তার মৃত্যুতে আমার হৃদয় ভেঙে গেছে। ওয়ার্নের পরিবারের জন্য আমি চিন্তিত এবং তাদের জন্য ভালোবাসা।’

প্রসঙ্গত, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে মারা যান অজি কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি