ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ওয়ালটন মিডিয়া কাপ : সেমি-ফাইনালে রেডিও টুডে, বিডি নিউজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ১৫ নভেম্বর ২০১৭

প্রথমবারের মত আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৪টি খেলা আজ বুধবার বাংলাদেশ জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছেকোয়ার্টার ফাইনালে জয়ী হয়ে সেমি-ফাইনালে উঠেছে রেডিও টুডে, বিডি নিউজ, নয়া দিগন্ত জিটিভি

আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেডিও টুডে ২৫-১০ ও ২৫-১৬ পয়েন্টে জাগো নিউজকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে বিডি নিউজ ২৪ ডটকম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় (৩-১ গেমে) ২৫-১০, ১৯-২৫ ও ১৫-১১ পয়েন্টে জনকন্ঠকে পরাজিত করে। তৃতীয় ম্যাচে নয়া দিগন্ত তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় ২৮-২৬ ও ২৫-২০ পয়েন্টে বাংলাদেশের খবরকে পরাজিত করে। দিনের শেষ ম্যাচে জিটিভি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় ২৫-২১ ও ২৫-২২ পয়েন্টে বাংলা নিউজ ২৪ ডটকমকে পরাজিত করে।  ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবার প্রথমবারের মত ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবার : সেমি ফাইনাল সকাল ১০ টায় : রেডিও টুডে বনাম নয়া দিগন্ত, বেলা সাড়ে ১১ টায় : বিডি নিউজ ২৪ ডটকম বনাম জিটিভি। সংবাদ বিজ্ঞপ্তি।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি