ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ওয়াসিমের এশিয়া কাপ শেষ, কপাল খুলল হাসানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২৭ আগস্ট ২০২২

হাসান আলী

হাসান আলী

কারো পৌষ মাস, কারো সর্বনাশ- প্রবাদটি পুরোপুরি সত্য পাকিস্তান দলের দুই পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হাসান আলির ক্ষেত্রে। পিঠের চোটে এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন ওয়াসিম। আর এতেই কপাল খুলে গেল হাসান আলির, ডাক পেলেন দলে।

গত বৃহস্পতিবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে দলীয় অনুশীলনে নেটে বোলিং করার সময় পিঠে ব্যথার কথা জানান ওয়াসিম। তখনই তার এমআরআই করানো হয়। পরে পিসিবির পক্ষ থেকে জানানো হয়, সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপ খেলা হবে না ওয়াসিমের।

২১ বছর বয়সী এ ডানহাতি তরুণের জায়গায় ২৮ বছর বয়সী পরীক্ষিত পেসার হাসান আলিকে দলে নিয়েছে পাকিস্তান। চোটের তালিকায় শাহিন শাহ আফ্রিদির সঙ্গে যোগ দিলেন ওয়াসিম। শাহিনকে পরীক্ষা করা বিশেষজ্ঞ পাকিস্তানের প্রধান ফিজিও থেরাপিস্ট ক্লিফ ডেকন ওয়াসিমকেও দেখেছেন।

সাম্প্রতিক সময়ে বল হাতে বাজে সময় পার করার কারণে নেদারল্যান্ডস সফরের ওয়ানডে সিরিজ ও এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছিলেন হাসান। প্রায় বছর খানেক ধরেই নির্বিষ বোলিং ছিল তার। গত ৮ টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার মাত্র ৮ উইকেট। তিন ওয়ানডেতে নিতে পেরেছেন মাত্র ২ উইকেট।

এছাড়া বছরের শুরুতে হওয়া পাকিস্তান সুপার লিগে খেলা নয় ম্যাচে মাত্র ৯টি উইকেট শিকার করেছেন ৪০.৫৫ গড়ে। এজন্য ওভারপ্রতি খরচ করেছেন ১০.৮৪ রান। 

তবে পিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, টিম ম্যানেজম্যান্টের চাওয়াতেই এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন হাসান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি