ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজ নাম বদলে ‘উইন্ডিজ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৬, ৩ জুন ২০১৭

ওয়েস্ট ইন্ডিজ নাম বদলে ‘উইন্ডিজ’ নামে পরিবর্তন করতে যাচ্ছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
এই প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না একসময়ের বিশ্বসেরা দলটি। নিজেদের ৯১তম বার্ষিকীতে ক্রিকেটের আগের সেই রমরমা ফেরাতেই ‘ওয়েস্ট ইন্ডিজ’ থেকে ‘উইন্ডিজ’ হওয়া। নিজেদের ভাগ্য ফেরাতেই হোক কিংবা ব্যবসায়িক কারনে নামটি বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ক্যারিবীয় ক্রিকেটের উন্নতির জন্যই এই্ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রোভ। আর বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরনের মতে, উইন্ডিজ নামটি ক্যারিবীয় দ্বীপগুলোতে বেশি প্রচলিত। ক্রিকেট প্রেমীদের কাছে ওয়েস্ট ইন্ডিজ দল উইন্ডিজ নামেই পরিচিত।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি