ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজ সফরে শক্তিশালী দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ১১ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজেরও দলে নেই সাকিব আল হাসান। 

এই সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আঙ্গুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে খেলতে পারেননি মুশি।

তবে ফিট হয়ে স্কোয়াডে ফিরেছেন লিটন দাস। দলে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছিল অঙ্কনের।

আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। 

সাদা পোশাকের লড়াই শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে সেন্ট কিটসে। যথাক্রমে ৮, ১০ ও ১২ নভেম্বর হবে তিন ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেন্ট ভিনসেন্ট যাবে দুই দল। সেখানে আগামী ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি