ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজ সফরেই ফিরছেন সাকিব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ২২ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সাকিব আল হাসান বরাবরের মতোই আনপ্রেডিক্টেবল। তিনি কখন খেলবেন আর খেলবেন না সেটি বলা মুশকিল। এই যেমন গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলার সুযোগ থাকলেও সেখানে খেলেননি। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুটা বেকায়দায় পড়েন তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব। তবে সব ছাপিয়ে তিনি যে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সেটি তো অনস্বীকার্য।

গত মাসে মিরপুরে শেরেবাংলা মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চেয়েছিলেন টেস্ট ম্যাচ। যে ম্যাচে থামার কথা ছিল সাকিবের। তবে দেশের পরিস্থিতি তার পক্ষে না থাকায় যুক্তরাষ্ট্রে ফিরে যান সংযুক্ত আরব আমিরাত থেকে।

এরপর নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে, সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয় সাকিব আর ফিরবেন না বাংলাদেশ ক্রিকেটে। তবে তিনি আবারও ফেরার কথা জানিয়েছেন।

বর্তমানে সাকিব খেলছেন আরব আমিরাতে আবুধাবি টি-টেন লিগে। সেখানে বাংলা টাইগার্স দলের নেতৃত্বে রয়েছেন তিনি। আসর শুরুর আগে ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠানে হাজির হলে সেখানে প্রশ্ন করা হয়, সাকিব আপনাকে বাংলাদেশ দলের হয়ে কবে মাঠে দেখা যাবে?

এমন প্রশ্ন শুনে একগাল হাসি দিয়ে সাকিব বলেন, ‘এই টুর্নামেন্টের পর দেখা যাবে।’ এই মুহূর্তে বাংলাদেশ দল অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে শুরুতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট ক্রিকেট থেকে অলিখিত অবসর হলেও টি-টোয়েন্টি আর খেলবেন না বলেই জানিয়ে দেন গত ভারত সফরে।

বাকি রইল ওয়ানডে। গত বিশ্বকাপের আগে সাকিব জানান আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে থেকে বিদায় নিতে চান। তবে তাকে বাংলাদেশের হয়ে ওয়ানডেও খেলতে না দেখায় সংশয় এখানেও থাকছে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। কিন্তু সাকিব কি আদৌ খেলতে পারবেন? দেশকে আরও একটি বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করার আগে নিজেকে খেলার ভেতরেই রাখতে হবে এবং সেটি জাতীয় দলের সঙ্গে থেকেই। 

তবে পরিবর্তিত পরিস্থিতিতে সাকিব যে বেশিদূর ভাবতে পারছেন না তা তার কথাতেই বোঝা গেল। ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হতে যাওয়া যে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা বলে রাখলেও সেখানে তার খেলা কতটা নিশ্চিত, সেটি নিয়ে কী ভাবনা, এমন প্রশ্নও করা হয়েছিল। সাকিব এই প্রশ্ন অবশ্য পাশ কাটিয়ে যান, ‘এখন এই টুর্নামেন্ট (আবুধাবি টি-টেন) নিয়ে পুরো ফোকাস করছি আমি।’

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি