ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার সিক্স শুরু আফগানিস্তানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ১৫ মার্চ ২০১৮

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে যাত্রা শুরু করলো আফগানিস্তান। বৃহস্পতিবার টুর্নামেন্টের ২১তম ও সুপার সিক্সের ম্যাচে আফগানরা ৩ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়দের। গ্রুপ পর্বে মাত্র এক জয় নিয়ে রান রেট ব্যবধানে এগিয়ে থেকে সুপার সিক্সে উঠেছিলো আফগানিস্তান। তবে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচই জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।

হারারে স্পোটর্স ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১২ রানেই ফিরে যান দলের মারকুটে ওপেনার ক্রিস গেইল। মাত্র ১ রান করেন তিনি। পরের দিকের ব্যাটসম্যানরাও বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকের ছোট ছোট ইনিংসে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৭ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে উইকেটরক্ষক শাই হোপ ৪৩, মারলন স্যামুয়েলস ৩৬, অধিনায়ক জেসন হোল্ডার ২৮ ও ওপেনার এভিন লুইস ২৭ রান করেন। আফগানিস্তানের মুজিব উর রহমান ৩৩ রানে ৩ উইকেট নেন।

জবাবে শুরুতে বিপদে পড়েছিলো আফগানিস্তানও। ১৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা। তবে রহমত শাহ’র হাফ-সেঞ্চুরির সাথে পরের দিকের ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে ১৪ বল বাকি রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা। রহমত ৫টি চার ও ১টি ছক্কায় ১০৯ বলে ৬৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ৩টি উইকেট নেন।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি