ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ১০ এপ্রিল ২০১৭

বাবর আজমের অপরাজিত সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো পাকিস্তান।

গায়ানায় টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে শেহজাদকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর বাবর আজমের ব্যাটে চাপ দূর করে সফরকারীরা। ১৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন এ ব্যাটসম্যান। এছাড়া মোহাম্মদ হাফিজ ৩২, ইমাদ ওয়াসিম অপরাজিত ৪৩ রান করলে ৫ উইকেটে ২৮২ রানের ফাইটিং স্কোর গড়ে পাকিস্তান। জবাবে হাসান আলীর মারাত্বক বোলিংয়ে ২০৮ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়রা।  হাসান আলী ৩৮ রানে ৫ উইকেট নেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি