ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

প্রকাশিত : ১২:২৬, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৮, ৮ এপ্রিল ২০১৭

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ৩-০তে সিরিজ জিতলো পাকিস্তান। শেষ ম্যাচে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৩ রান। দলের পক্ষে অপরাজিত থেকে সর্বোচ্চ ৪২ রান করেন মারলন স্যামুয়েলস। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট পেয়েছেন ইমাদ ওয়াসিম। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে সহজ লক্ষ্যে পৌছে যায় পাক বাহিনী। দলের হয়ে শোয়েব মালি ৪৩ ও বাবর আজাম নেন ২৭ রান। এছাড়া, ওপেনার খালিদ লতিফের ব্যাট থেকে আসে ২১ রান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি