ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ওয়েস্টহামকে উড়িয়ে দিল আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ২৫ আগস্ট ২০১৮

ওয়েস্ট হামকে উড়িয়ে দিল আর্সেনাল। আর এই জয়ের মধ্য দিয়ে নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেল দলটি। ওয়েস্টহামকে ৩-১ গোল উড়িয়ে দিয়ে মৌসুমে নতুন করে পথ চলা শুরু করেছে দলটি।

আর এ জয়ে আর্সেনাল পয়েন্ট তালিকার ১১ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে ৩ পরাজয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে ওয়েস্টহাম। আর্সেনালের পক্ষে মোনরিল (৩০ মিনিটে), দিলোপ (৭০ মিনিটে) এবং ওয়েলবেক (৯২) মিনিটে গোল করেন। অন্যদিকে ওয়েস্টহামের পক্ষে আরনাউটোভিক সান্ত্বনা সূচক গোল করেন।

খেলার প্রথমার্ধে দারুণ খেলতে থাকে ওয়েস্টহাম। আর তারই ধারাবাহিকতায় ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আরনাউটোভিক। এক গোল খাওয়ার পরই দলকে তাতিয়ে দেয় আর্সেনাল। এরপর মুহুর্মুহু আক্রমণ চলতে থাকে ওয়েস্টহাম শিবিরে। এতে ওয়েস্টহামের রক্ষণ ভেঙ্গে পড়ে। আর সেই সুযোগে আর্সেনালও নতুন মৌসুমে জয় তুলে নেয়।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি