ওয়্যারলেস চার্জিং সুবিধা আসছে আইফোনে
প্রকাশিত : ১৩:৫৬, ২৭ জুন ২০১৭ | আপডেট: ২০:৫২, ২৭ জুন ২০১৭
চার্জার, ডাটা ক্যাবল— এ সব ঝামেলার দিন শেষ হয়ে এলো। আইফোনের জন্য অ্যাপল এবার নিয়ে আসছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। আগামী প্রজন্মের ফোনে এই অত্যাধুনিক ব্যবস্থা থাকবে।
অ্যাপলের আইফোন অ্যাসেম্বল করে এমন একটি প্রতিষ্ঠান `উইসটর্ন` এ খবর নিশ্চিত করেছে। ভবিষ্যতের আই ফোন হবে সম্পূর্ণ রূপে `ওয়াটার প্রুফ`।
এদিকে, চাইনিজ স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা হুয়াওয়ে প্রতিযোগিতায় নেমেছে অ্যাপলের সাথে। অ্যাপেলকে হারিয়ে এখন বিশ্বের দুই নম্বর মোবাইল প্রস্তুতকারক কোম্পানি তারাই।
প্রতিষ্ঠানটির এশিয়া অঞ্চলের পরিচালক অ্যালেন ওয়াং বলেছেন, `ডিসেম্বরের রিপোর্ট অনুযায়ী, হুয়াওয়ে বিশ্বের বাজারে অ্যাপেলের বিক্রিকে শুধু টেক্কা দিয়েছে তাই নয়, তাদেরকে পিছনে ফেলে বিশ্বের দুই নম্বর মোবাইল প্রস্তুতকারক সংস্থার স্থানও দখল করেছে।` সূত্র: ফক্স নিউজ
আরও পড়ুন