ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ঔষধ যৌথ বিপণনের উদ্দেশ্যে রোশ ও রেডিয়েন্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ১২ নভেম্বর ২০২৩

বাংলাদেশে ক্যান্সার, চোখ ও মস্তিষ্কের জটিল সমস্যাজনিত মারাত্মক রোগের চিকিৎসার বিভিন্ন বিষয়ে সমন্বয় সাধনের উদ্দেশ্যে বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা ভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এফ. হফম্যান-লা রোশ, সুইজারল্যান্ড এবং বাংলাদেশের শীর্ষ দশ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত ও বিশেষ জীবন রক্ষাকারী ঔষধের শীর্ষ আমদানিকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

পারস্পরিক সহযোগিতার এই সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য রেডিয়েন্ট ও রোশ ক্যান্সারের ঔষধের বিপণনের অত্যন্ত উপযোগী  ‘যৌথ বিপণন’ এর সূচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মাধ্যমে বাংলাদেশের রোগীদের কাছে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত রোশের উন্নতমানের ঔষধ পৌঁছে দেয়ার জন্য রোশ ও রেডিয়েন্ট একযোগে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে কাজ করবে। এই নতুন সহযোগিতার সম্পর্কের মাধ্যমে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা বৈশ্বিক মানে উন্নত হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবে বলে উভয় কোম্পানি থেকে জানানো হয়। 

এই বিষয়ে গত রোববার ১২ নভেম্বর ২০২৩ তারিখে রেডিসন ব্লু হোটেল, ঢাকা তে আয়োজিত এক অনুষ্ঠানে রেডিয়েন্ট ও রোশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 

রোশ এর সেন্ট্রাল ইস্টার্ন ইউরোপ, তুরস্ক, রাশিয়া, ও ভারত উপমহাদেশ অঞ্চলের এরিয়া হেড (প্রধান কর্মকর্তা) আদ্রিয়ানো ট্রেভে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার বক্তব্যে তিনি এই নব সহযোগিতার সম্পর্কের সূচনার গুরুত্ব উল্লেখ করে বলেন যে, এর ফলে নতুন অনেকগুলো সম্ভাবনার দ্বার খুলে যাবে এবং বাংলাদেশের রোগীদের জন্য রোশের উন্নতমানের ইনোভেটিভ ঔষধ পাওয়ার পথ সহজতর হয়ে যাবে।        

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান জনাব মোঃ নাসের শাহরিয়ার জাহেদী। তিনি এই ‘যৌথ বিপণন’ এর সূচনাকে বাংলাদেশ ঔষধশিল্পে নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত করেন। তিনি আরও বলেন যে, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার মধ্য দিয়ে এই নতুন সম্পর্কের ফলে বাংলাদেশের ঔষধশিল্পের পাশাপাশি বৃহত্তর অর্থে দেশ ও দেশের নাগরিক উপকৃত হবে। 

অন্যদের মধ্যে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রোশ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মার্ক হীব ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও লেফটেন্যান্ট জেনেরাল সিনা ইবন জামালি (অবঃ)।


এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি