কংগ্রেস সভাপতি হচ্ছেন রাহুল
প্রকাশিত : ১২:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি হতে যাচ্ছেন রাহুল গান্ধী। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছেলে ও ইন্দিরা গান্ধীর নাতি রাহুল বর্তমানে দলটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
আসছে অক্টোবরে উপমহাদেশের অন্যতম প্রাচীন এ দলটির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তাকে মা সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত করা হচ্ছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে কংগ্রেস।
এদিকে রাহুলকে কংগ্রেসের দায়িত্ব দিয়ে সোনিয়া কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের চেয়ারপারসনের দায়িত্ব পালন করতে পারেন।
রাহুলের বোনকেও দলের নেতৃত্বে আনতে তৎপর দলের একটি অংশ। বিশেষ করে গত নির্বাচনে পরাজয়ের পর থেকে এই দাবি উঠে। ভারতের বিভিন্ন রাজ্যে কংগ্রেসের প্রাদেশিক ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে।
অক্টোবরে কংগ্রেসের সর্বভারতীয় সম্মেলনে হবে সভাপতি নির্বাচন। দলের নিয়ম অনুযায়ী, সভাপতি পদের নির্বাচন প্রাদেশিক কমিটি এবং সর্বভারতীয় কমিটির সদস্যদের ভোটে হয়ে থাকে। সেই লক্ষ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে সভাপতি পদের মনোনয়নপত্র পেশ করা হবে।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইম্স।
//এআর
আরও পড়ুন