ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ককপিটে দেব-কোয়েলের খোলামেলা রসায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ১১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

এবার পুজোয় কলকাতার হট নায়িকা কোয়েলের বেশ কয়েকটি ছবি মুক্তি পাচ্ছে। এর মধ্যে ‘ককপিট’  ছবিটি অন্যতম। ছবিটিতে দেব আর কোয়েলের খোলামেলা রসায়ন রয়েছে। সেটি দর্শকরা ভালোভাবে নেবে বলে আশা কোয়েলের। ‘ককপিট’ টিজারে ইতিমধ্যেই ইউটিউবে ঝড় তুলেছে।

এ বিষয়ে কোয়েল বলেন, ‘দর্শকের ভালোবাসার জন্যই আমাদের দুজনের এতগুলো ব্লকবাস্টার হয়েছে। আশা করছি,  এবারও তাদের ভালো লাগবে। তবে আমাদের রসায়নটা আগের চেয়ে অনেক বেশি পরিণত। এই প্রথম আমি আর দেব স্বামী-স্ত্রীর ভূমিকায়। এতদিন শুধু প্রেমিক-প্রেমিকাই ছিলাম। সেটি অন্য রকমের মজা। কিন্তু এবারের সম্পর্কটায় মাধুর্য বেশি।’

দীর্ঘ দুই বছর পর এবারের পুজোয় কোয়েলের ছবি রিলিজ হচ্ছে।  শুধু তাই নয়; পুরনো দেব-কোয়েল এই ছবিতেই জুটি হয়ে ফিরছেন। তবে সিনেমায় দেব-রুক্মিণীর রসায়নও দেখা যাবে।

কোয়েল বলেন, চার বছর আগে পুজোয় আমার আর দেবের ছবি মুক্তি পেয়েছিল, আর সেটি ব্লকবাস্টার হয়েছিল। এবারও সেই জুটি!

দেব-রুক্মিণীর জুটি প্রসঙ্গে কোয়েল বলেন, ‘রুক্মিণীকে আমি অনেক দিন ধরে চিনি। ও লম্বা রেসের ঘোড়া। দেব-কোয়েলের জুটিটা আমি খুব একটা বুঝি না! দেব-রুক্মিণীর জুটিটা আমার ব্যক্তিগতভাবে খুব ফ্রেশ একটা জুটি মনে হয়।’
সূত্র : কলকাতা টুয়েন্টিফোর
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি