ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ককপিটে দেব-রুক্মিণীর রোমান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ২৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ককপিট চলচ্চিত্রে আতিফ আসলামের গানে রোমান্সে মেতে উঠেছেন জনপ্রিয় নায়ক দেব ও হট নায়িকা রুক্মিণী। দর্শকরা এই জুটির রসায়ন দেখে মুগ্ধ হবেন বলে আশা করা হচ্ছে। ছবিটি প্রযোজনা করেছেন দেব। গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।

আতিফের গলায় দেবের ঠোঁটে ‘মিঠে আলো’ গানের ভিডিওটি সদ্যই মুক্তি পেয়েছে। গানে রোমান্স করতে দেখা গেছে দেব আর রুক্মিণী মৈত্রকে। এছাড়া সিনেমায় দেবের সঙ্গে দেখা যাবে কোয়েল মল্লিককেও।

সিনেমার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় জানান, গানটি মুক্তির পরই দর্শকপ্রিয়তা পেয়েছে। আতিফের সঙ্গে এ গানে সঙ্গী ছিলেন নিকিতা গাঁধী।


বাঙালি সাহিত্য, বাঙালি ঘরানার পাশে ‘ককপিট’ একেবারে অন্য রকমের ছবি। কমলেশ্বর বলছেন, বাংলা বা হিন্দিতে এমন ছবি আগে কোনও দিনই তৈরি হয়নি। হলিউ়ডের ‘ফ্লাইট’ বা ‘সালি’ আমাদের অনুপ্রেরণা ছিল। ছবিতে দেবের সঙ্গে রয়েছেন রুক্মিণী মৈত্র আর কোয়েল মল্লিক।


এই ছবি দিয়েই প্রথম বাংলা ছবিতে ডেব্যু হবে আরশিয়া মুখোপাধ্যায়ের। এ ছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ প্রমুখের অভিনয় সমৃদ্ধ করবে ছবিটিকে। আসন্ন পুজাতে ‘ককপিট’-এর ল্যান্ড করার অপেক্ষা।  সূত্র : আনন্দবাজার।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি