কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী মার্চে
প্রকাশিত : ১৮:৩১, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩১, ১৫ সেপ্টেম্বর ২০১৬
আগামী মার্চে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে কলাতলী পয়েন্ট থেকে দরিয়ানগর পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের কাজের অগ্রগতি দেখতে গিয়ে মন্ত্রী একথা বলেন। এই সড়ক কক্সবাজারে বেড়াতে আসা দেশী- বিদেশী পর্যটকদের জন্য বিনোদনের বাড়তি মাত্রা যোগ করবে বলেও মন্তব্য করেন তিনি। সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান এ’সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন