ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ২৪ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

কক্সবাজারের ডুলাহাজারায় কক্সবাজারগামী ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ডুলাহাজারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

ডুলাহাজারা রেলস্টেশনের স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার যাওয়ার পথে ঈদ স্পেশাল ট্রেন-৯ এর ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বগি উদ্ধারে কাজ চলছে। যতক্ষণ পর্যন্ত লাইন ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বিলম্ব হবে বলেও জানান তিনি।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি