ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত : ০৯:৫২, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:৫২, ৬ এপ্রিল ২০১৬

কক্সবাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার কক্সবাজার শহরের কলাতলীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চলে। এসময় অবৈধ স্থাপনার মধ্যে শহরের কলাতলী পয়েন্টে ২০টি অবৈধ দোকান এবং সৈকত পাড়া এলাকায় ১০টি সহ মোট শতাধিক স্থাপনা উচ্ছেদ করা করা হয়। কক্সবাজার সদর কমিশনার মাজহারুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক শরিফুল ইসলাম, ৩৩ আনসার ব্যাটালিয়ানের কমান্ডার মুফিজুর রহমান ও সদর থানার এসআই রাজীব কান্তি নাথ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি