ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি)-এর ২৫ বছরপূর্তি ও রজতজয়ন্তী উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন।

সোমবার সকালে র‌্যালির মাধ্যমে শুরু হয় দিনব্যাপী উদযাপন। পরে বেলা ১১টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একুশে টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, প্রবীণ সাংবাদিক আবু ছিদ্দিক ওসমানি, বাংলাভিশনের এমআর খোকন, দৈনিক কালবেলার এমআর মাহবুবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা একুশে টেলিভিশনের সাফল্য ও দেশের গণমাধ্যম জগতে এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সফলতা কামনা করেন।


এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি