ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে কেসিসির সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ১০ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বৃহস্পতিবার রাত ৯টায় (০৯ জানুয়ারি) খুলনা সিটি করপোরেশন সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানীকে মাথায় গুলি করে হত্যা হয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি খুলনার দৌলতপুর দেয়ানা উত্তর পাড়ার বাসিন্দা।

নিহত গোলাম রাব্বানী টিপু খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর ছিলেন।

গুলিতে নিহত টিপু কেসিসির ৪নং ওয়ার্ড অপসারিত কাউন্সিলর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে হোটে সীগালের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীদের পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন সিসি ফুটেজ বিভিন্ন আলামত দেখে খুনিদের সনাক্ত করে গ্রেপ্তার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। বর্তমানে লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি