কক্সবাজারে ছাত্রলীগ নেতার হাতে বিএনপির কর্মী খুন
প্রকাশিত : ১৬:৪৩, ১৪ এপ্রিল ২০২৫

কক্সবাজারের মহেশখালীতে রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে রশিদ আহমেদ (৫৭) নামের বিএনপির এক কর্মিকে পিটিয়ে খুন করেছে অমিত ইকবাল নামের এক ছাত্রলীগ নেতা।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে।
অমিত ইকবাল কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক। অন্যদিকে নিহত রশিদ আহমেদ উত্তর নলবিলার মৃত লাল মিয়ার পুত্র ও কালারমারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ। ওসি জানান, কালারমারছড়ায় রশিদ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শী স্হানীয়দের উদ্ধৃতি দিয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজ দুপুরের দিকে কালারমারছরা ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে রাস্তার পাশে তাস খেলছিল ছাত্রলীগ নেতা অমিতসহ তার বন্ধুরা। এসময় বিএনপি নেতা রশিদ পাশ দিয়ে যাওয়ার সময় বিএনপি রাজনীতি নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে অমিত।
এক পর্যায়ে কথা-কাটাকাটি হলে ক্ষিপ্ত হয়ে অমিত ইকবাল লাঠি দিয়ে রশিদকে আঘাত করে। পরে দ্বিতীয় দফায় অমিত ও তার ভাই কামরুল ধারালো লোহার রট দিয়ে রশিদকে পিটিয়ে আঘাত করে।
আহত অবস্থায় রশিদকে উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে পরে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রশিদ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে তার ভাই কামরুলকে আটক করে মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনায় এখনো অমিত পলাতক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এএইচ
আরও পড়ুন