ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

কক্সবাজারে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ১ সেপ্টেম্বর ২০২৩

কক্সবাজার শহরে শুক্রবার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন।

নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ জেলেদের শুরুতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম।

দগ্ধ তিনজনের নাম জানা গেছে, যারা হলেন দুলাল মাঝি, কামাল মাঝি ও রহিম উল্লাহ।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, ‘দগ্ধ ১২ জনের মধ্যে ১০ জনের ৭০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে, যাদের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

‘আর ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে যাওয়া দুইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “৬ নম্বর ঘাটের সেলিম বহদ্দারের মালিকানাধীন ‘এফবি লাকি’ ট্রলারটি বৃহস্পতিবার মাছ ধরে কূলে ফিরে। শুক্রবার সকালে জেলেরা রান্নার জন্য গ্যাস সিলিন্ডার লাগাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন দগ্ধ হয়েছেন।”

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি