ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

কক্সবাজারে পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯, ২১ জুন ২০২৪ | আপডেট: ১০:৩০, ২১ জুন ২০২৪

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ জুন) দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার পৌরসভা ৯নং ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন।

নিহতরা হলেন ওই এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও মাইমুনা আক্তার (২০)। তারা দুজন স্বামী-স্ত্রী।  

নিহত আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার স্ত্রী মাইমুনা ৫ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান তার স্বজনেরা।  

মৃতের স্বজনদের বরাতে পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। ভোর রাত ৩টার দিকে মুষলধারে ভারী বৃষ্টিপাত হয়। রাতে খাবার খেয়ে নিজের শয়ন কক্ষে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। এক পর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে পাহাড়ের খাদের নিচে ঘরটির উপর বড় এক খণ্ড মাটি পড়ে। এতে স্বামী-স্ত্রী দুইজনই মাটিচাপা পড়ে মারা যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাটিচাপা অবস্থায় দুইজনকে উদ্ধার করে। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান হেলাল উদ্দিন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি