ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ১২ মে ২০১৭ | আপডেট: ১২:১৩, ১৩ মে ২০১৭

কক্সবাজারে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিশেষ মতবিনিময় সভা হয়েছে।
সকালে রামুর ঈদগড় ইউনিয়ন পরিষদের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। সমাবেশে ৬টি ইউনিয়নের জনসাধারণ জঙ্গিবাদ রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন। সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ, বিজিবি, র‌্যাব-৭ এর উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধিরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি