ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ২২ এপ্রিল ২০১৭ | আপডেট: ২০:০১, ২২ এপ্রিল ২০১৭

চকরিয়া কক্সবাজার

চকরিয়া কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার খুটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি দ্রুতগামী জীপ মোটর সাইকেলকে চাপা দিলে আরোহীরা ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হলেন, রামুর চুনতি হাটখোলা পাড়ার মোহাম্মদ মুছা ও চুনতি কুমদিয়া পাড়ার মোহাম্মদ আতিক। গাড়ীটি জব্দ করেছে পুলিশ। তবে, কাউকে আটক করা যায়নি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি