কঙ্গোতে নিরাপদে আছে বাংলাদেশী শান্তিরক্ষীরা: আইএসপিআর
প্রকাশিত : ১১:০০, ২৭ জানুয়ারি ২০২৫
ডি আর কঙ্গোতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশী সকল শান্তিরক্ষী নিরাপদ রয়েছেন।
আজ সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
বার্তায় বলা হয়েছে, ডি আর কঙ্গোতে দায়িত্ব পালনকারী বাংলাদেশী সকল শান্তিরক্ষীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ জন বিদেশি শান্তিরক্ষী নিহত হন। নিহত শান্তিরক্ষীদের ৯ জনই দক্ষিণ আফ্রিকার।
রোববার (২৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী বলেছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রাকে ব্যর্থ করে দেওয়ার সময় আমাদের ৯ জন সৈন্য মারা গেছেন। এ ছাড়া নিহত বাকি শান্তিরক্ষীদের তিনজন মালাউইয়ান এবং একজন উরুগুয়ের সৈন্যও রয়েছে।
এএইচ
আরও পড়ুন