ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কচুরীপানায় সর্বনাশ হতে চলেছে চলনবিলের কৃষকদের [ভিডিও]

প্রকাশিত : ১২:৩২, ২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:১২, ৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

কচুরীপানায় ভরে গেছে নাটোরের সিংড়ার বিপুল পমিাণ আবাদি জমি। দ্রুত কচুরীপানা অপসারণ করা না গেলে চলতি বোরো মৌসুমে কয়েক হাজার একর জমি অনাবাদী থাকার আশংকা করছেন কৃষি সংশ্লিষ্টরা।

নাটোরের সিংড়ার চৌগ্রাম, ইটালী, ডাহিয়া, কলম ও তাজপুর ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের আবাদী জমি এখন কচুরীপানার দখলে। সাড়ে ১১ হাজার একর ফসলী জমি গ্রাস করেছে কচুরীপানা।

প্রতি বছর এসব জমিতে আমনসহ অন্য ফসল আবাদ করা গেলেও কচুরীপানার জন্য এবার আমন আবাদ করা যাচ্ছে না। কচুরীপানা অপসারন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিলাঞ্চলের কৃষক।

এদিকে, কচুরীপানার কারণে নৌ-যান বন্ধ থাকায় ভোগান্তিতে বিলপাড়ের মানুষ। পানি দূষণে চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা।

জমিতে পানি থাকতেই কচুরীপানা অপসারণের পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

ভয়াবহ এই কচুরীপানা অপসারনে সরকারের সহায়তা চেয়েছেন স্থানীয় চেয়ারম্যান।

ভিডিও: https://youtu.be/e5IV00eTDHU

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি