ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কঠিন জয় এর মূল কারণ দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট না খেলা

প্রকাশিত : ১৮:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫২, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলেও রীতিমত ঘাম ঝড়িয়ে জিততে হয়েছে বাংলাদেশকে। সহজ প্রতিপক্ষের বিপক্ষে এমন কঠিন জয়, এর মূল কারণ হিসেবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট না খেলাকেই দায়ী করছেন সাবেক ক্রিকেটাররা। টান টান উত্তেজনায় শেষ হয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের প্রথম ম্যাচ। ৭ রানের জয়ে সিরিজে এক শূণ্যতে এগিয়ে স্বাগতিকরা। এ ম্যাচে সবার ভূমিকা থাকলেও সাকিবের শেষ ওভারটাকেই টার্নিং পয়েন্ট মনে করছেন সাবেক এ অধিনায়ক। বাংলাদেশ এখন আর ছোট দল নয়। ওয়ানডে ক্রিকেটে টাইগারদের শক্তিশালি দলই মনে করেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ম্যাচ খেলায় এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও মনে করেন তিনি। প্রথম ম্যাচের ভূল ত্র“টি শুধরে সামনের ম্যাচগুলোতে আরো ভালো করবে টাইগাররা, এমনটাই চাওয়া সাবেক এই ক্রিকেটারদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি