কঠিন সময় পার করছি : মির্জা ফখরুল
প্রকাশিত : ২৩:২৭, ২৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:১০, ২৮ নভেম্বর ২০১৭
আন্দোলনের মধ্য দিয়েই বিএনপি নির্বাচনে যাবে। সেই নির্বাচনেই জয়লাভ করবে জাতীয়তাবাদি শক্তি। সোমবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আইইবি মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান নির্যাতিত হয়ে, মিথ্যা মামলায় জর্জরিত হয়ে নির্বাসিত। সরকার তাকে আসতে দিচ্ছে না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা। তিনি বলেন, আমরা কঠিন সময় অতিক্রম করছি। পাথরের মতো এ সরকার চেপে বসে আছে। এ পাথর সরাতে হবে। বেগম জিয়াকে প্রধানমন্ত্রী আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারলে তবেই সফল হব।
ঢাকা মহানগর উত্তর বিএনপি`র সাধারণ সম্পাদক আহ্সান উল্লাহ হাসানের সঞ্চালনায় এবং সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।
আরও পড়ুন