কণ্ঠশিল্পী আবদুল আলীমের জন্মবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৩, ২৭ জুলাই ২০১৮
কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল আলীমের ৮৭তম জন্মবার্ষিকী আজ ২৭ জুলাই, শুক্রবার। এ উপলক্ষে দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আবদুল আলীম ফাউন্ডেশন আজ সকালে শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন শিল্পীর ওপর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। সকাল ৭টা ৪০ মিনিটে চ্যানেল আই এবং দুপুর ৩টায় দেশ টিভিতে প্রিয়জনের গান অনুষ্ঠানে শিল্পীর সন্তানেরা গান পরিবেশন করবেন।
এসএ/