ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কত আগে মমি করার কৌশল জনতেন প্রাগৈতিহাসিক মিশরীয়রা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রাগৈতিহাসিক মিশরীয়রা নিজেদের মমি করার কৌশল জানতেন। এমনকি শরীর সংরক্ষণ করারও জ্ঞান ছিল তাদের। সম্প্রতি অস্ট্রেলিয়ার ম্যাকউইয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস বিভাগের মিশরীয় বিশেষজ্ঞরা এমান তথ্যই দিয়েছেন।

জোনস নামের একজন বিশেষজ্ঞ মিশরীয় প্রাগৈতিহাসিক সময়ের একটি শরীর নিয়ে গবেষণা করেছেন। কিছুদিন আগে তিনি এ গবেষণার ফলাফল প্রকাশ করেছেন। তিনিসহ তার একজন সহকর্মীও ছিলেন এই গবেষণায়।

জানা জোনস বলেন, প্রাচীন মিশর একের পর এক চমৎকার কিছু তথ্য আমাদের উপহার দিচ্ছে। এর মাধ্যমে মিশরীয় প্রাচীন ঐতিহ্য সম্পর্কে আমাদের ধারণা আরও স্পষ্ট হচ্ছে।

তিনি বলেন, গত মাসে আমার সহকর্মীরা এবং আমি প্রায় ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৫০০ খ্রিস্টপূর্বাব্দের একটি অক্ষত মমিযুক্ত শরীর নিয়ে গবেষণা করেছি।

এ মমিটি ১৯০১ সাল থেকে ইতালির তুরিন-এর মুজিও এজিজিও জাদুঘরে ছিল।

গবেষণার তৎকালিন ফারাওদের মমি করার কৌশল সম্পর্কে জানা যায়। তারা অনেক আগে থেকেই নিজেদের মমি করার কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করেছিল।

কিন্তু এর আগে এই মমি সম্পর্কে অনুমান করা হয়েছিল যে, মৃত ব্যক্তিটি শুষ্ক মরুভূমির মাধ্যমে স্বাভাবিকভাবেই মমি হয়েছিলেন।

কিন্তু গবেষণা থেকে জানা যায় মমির ওই ব্যক্তিটি নিজেকে ইচ্ছাকৃতভাবেই সংরক্ষিত করেছেন।

এ গবেষণা থেকে আমরা জানতে পারি যে, প্রাগৈতিহাসিক মিশরীয়রা নিজেদের মমি করার কৌশল জানতেন। শরীর সংরক্ষণ করারও জ্ঞান ছিল তাদের।

তথ্যসূত্র : সিএনএন

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি