ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

কত্থক শিখছেন আলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৩:২৭, ৮ জুন ২০১৭

ড্রাগন ও গালি বয় নামের দুটি ছবির জন্য ইতোমধ্যে পরিচালককে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই হাতে সময় বলতে গেলে কমই আলিয়া ভাটের। তবে ওই দুই ছবির পরিচালক আয়ান মুখার্জি ও জোয়া আখতারের সঙ্গে কাজ শুরুর আগে কিছুটা সময় পাচ্ছেন আলিয়া। তাই এ সুযোগে মন দিয়ে শিখছেন কত্থক নাচ।

ছবি দুটিতে আলিয়ার সঙ্গে অভিনয় করবেন যথাক্রমে রণবীর কাপুর ও রণবীর সিং।

বদরিনাথ কি দুলহানিয়া ছবি মুক্তির পরই এই নায়িকা ঘোষণা দিয়েছিলেন, কিছুদিনের জন্য বিরতিতে যাবেন। তবে ছুটি পেয়ে পার্টি করে বেড়ানোর ইচ্ছা তার মোটেই ছিল না। তাই ঠিক করেছিলেন, পরবর্তী ছবিগুলোর জন্য নিজেকে আরও ভালোভাবে ঝালাই করে নেবেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এক মাস ধরে কত্থক শিখছেন এই অভিনেত্রী। অভিজ্ঞ একজন কত্থক শিল্পীর কাছ থেকে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন আলিয়া।

গত রোববার নিজের নাচ শেখার মুহূর্তের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘সে বিশ্বাস করে সে পারবে...।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি