কথার লড়াইয়ে ট্রাম্পকে টেক্কা কমলার
প্রকাশিত : ১০:৪২, ২৭ জুলাই ২০২৪ | আপডেট: ১২:৪৭, ২৭ জুলাই ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি ১০০ দিনেরও কম। তার আগে কথার লড়াইয়ে একে অপরকে সমানে টেক্কা দিচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার দলের চরমপন্থী এজেন্ডাকে আক্রমণ করেছেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস। বলেন, কঠিন সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ওপর ট্রাম্পের রিপাবলিকানদের সর্বাত্মক আক্রমণ লক্ষ্য করছে তার দেশ।
থেমে নেই ট্রাম্প শিবিরও। নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশে কমলাকে আক্রমণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, কমলা প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশকে ধ্বংস করে দেবেন। কিন্তু রিপাবলিকানরা তা হতে দেবে না।
ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী হওয়ার পর কমলাকে ‘উগ্র বামপন্থী পাগল’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।অভিযোগ করেছেন, ‘তিনি নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য।’
অন্যদিকে, প্রথম নির্বাচনী সমাবেশে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সমাবেশে ট্রাম্পকে প্রতারক এবং দোষী সাব্যস্ত এক আসামি আখ্যা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
এদিকে, রয়টার্সের জনমত জরিপ অনুসারে প্রেসিডেনশিয়াল নির্বাচনে রিপাবরিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্পের চেয়ে দুই শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা।
প্রসঙ্গত, দলীয় নেতাদের আপত্তির মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। প্রার্থীতা প্রত্যাহার করে আগামী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন। প্রেসিডেন্ট বাইডেনের এই আকস্মিক ঘোষণায় স্বস্তি দেখা দিয়েছে ডেমোক্র্যাট শিবিরে।
এএইচ
আরও পড়ুন