ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কথাসাহিত্যিক শওকত আলী আইসিইউতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৪, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৪৫, ৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কথাসাহিত্যিক শওকত আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

ল্যাব এইডের এজিএম (কর্পোরেট কমিউনিকেশনস) সাইফুর রহমান লেনিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁর ছেলে শওকত কল্লোল জানান, তার পিতা ফুসফুসের সংক্রমণ আক্রান্ত হয়েছেন।

৮১ বছর বয়সী শওকত আলীর  জন্ম ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার থানা শহর রায়গঞ্জে।

ছাত্র জীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন শওকত আলী। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পরে শিক্ষকতায় যোগ দেন তিনি।

বামপন্থিদের ‘নতুন সাহিত্য’ পত্রিকায় লেখালেখি করেন শওকত আলী। এছাড়া দৈনিক মিল্লাত, মাসিক সমকাল, ইত্তেফাকে তার অনেক গল্প, কবিতা ও শিশুতোষ লেখা প্রকাশিত হয়।

কথাসাহিত্যে অবদানের জন্য শওকত আলী ১৯৯০ সালে একুশে পদক পান। এছাড়া তিনি  বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার,ফিলিপস সাহিত্য পুরস্কারও লাভ করেন তিনি।

 

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি