ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কনকচাঁপার নামে গ্রন্থাগার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের মধুপুর উপজেলার নতুন ইউনিয়ন বেরিবাইগের দক্ষিণ জাঙ্গালিয়া গ্রামের ‘আলোর ভুবন আদর্শ বিদ্যালয়’-প্রতিষ্ঠা করা হয় ‘কণ্ঠশিল্পী কনকচাঁপা গ্রন্থাগার’এটা শিল্পীর প্রতি ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির আলো উদ্যোগী হয়ে কনকচাঁপার নামে এই গ্রন্থাগার প্রতিষ্ঠিত করেছেন। কনকচাঁপার ‘আমাদের খেলাঘর ইসকুল’-এরই একজন শিক্ষার্থী আলো। প্রিয় এ শিল্পীকে তিনি মা বলেই ডাকেন। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শনস্বরূপ আলো এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত করেন। তবে শিল্পীর নামে গ্রন্থাগার প্রতিষ্ঠার বিষয়টি আলো জানান দিয়েছেন সম্প্রতি।

এ বিষয়ে কনকচাঁপা বলেন, ‘আমি কণ্ঠশ্রমিক, গান গাই, গান গেয়ে দর্শকের ভালোবাসা পাই। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। কিন্তু আমার নামে কোথাও গ্রন্থাগার প্রতিষ্ঠিত করার বিষয়টি আমাকে সত্যিই অনেক অবাক করেছে। এই ভালোবাসা আসলে কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। আমি কৃতজ্ঞ আলোসহ যারা এর নেপথ্যে কাজ করেছেন সবার প্রতি।’

তিনি আরও বলেন, ‘আমার নামে দেশের যে প্রান্তেই হোক একটি গ্রন্থাগার আছে, এটা যখনই ভাবি তখনই আমার মনে অন্যরকম ভালোলাগা ছুঁয়ে যায়। ইচ্ছে আছে সময় করে একদিন সেই গ্রন্থাগারটি দেখতে যাওয়ার। আর বিশেষত বলতে চাই, আমাকে যারা বিভিন্ন সময়ে বই দেয়ার আগ্রহ প্রকাশ করেন, তারা চাইলেই এ গ্রন্থাগারের জন্য বই দিতে পারেন। আমি চাই সেই এলাকার মানুষ এ বই পড়ে আরও আলোকিত হোক।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি