ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কনসার্টে মেজাজ হারালেন অরিজিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অরিজিৎ সিং। যার গলার মেলোডিতে আচ্ছন্ন হয় সঙ্গীতপ্রেমীরা। তিনি স্টেজে উঠলে গানের জাদুতে বাঁধা পড়েন অনেকেই। তবে এবার সেই সুরেই দেখা দিলো ছন্দ পতন। মেজাজ হারালেন তিনি। সম্প্রতি ইন্টারনেটে অরিজিৎ সিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

কনসার্টে রণবীর কাপুরের ‘রকস্টার’ সিনেমা থেকে ‘নাদান পরিন্দে’ গানটি মাত্র শুরু করেছিলেন অরিজিৎ। হঠাৎ করেই মাইকে সমস্যা হওয়ায় অরিজিৎ সিংয়ের মেজাজ বিগড়ে যায়। চটে যান তিনি। এ সময় কিছু অশ্রাব্য ভাষা বেরিয়ে আসে তাঁর মুখ থেকে। চটজলদি টেকনিশিয়ানসরা এসে মাইক ঠিক করেন। এ সময় স্টেজের মধ্যে গিটার নিয়ে ঘোরাফেরা করেন ক্ষুব্ধ অরিজিৎ।

তারপর অবশ্য সবকিছু ভুলে আবারও গান শুরু করেন সাম্প্রতিক কালের রকস্টার অরিজিৎ সিং। সে গান শুনে যাথারীতি মুগ্ধ শ্রোতারা।

প্রসঙ্গত, ‘নাদান পরিন্দে’ গানটি সিনেমাতে গেয়েছেন মোহিত চৌহান।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি